মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কর্তৃপক্ষ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন; শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ; বেলুন ও ফেস্টুন অবমুক্তকরণ; আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বইপড়া, প্রবন্ধরচনা, কবিতা আবৃত্তি এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন এবং সভাপতিত্ব করেন জনাব দেবদুলাল দাস, সম্পাদক, শিক্ষক পরিষদ। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলা বিভাগেরর, সহযোগী অধ্যাপক, জনাব মো: আমিরুল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক, জনাব মরিয়ম খাতুন, এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আই,আর,এম, সাজ্জাদ হোসেন |