Admission

সার্ভার জনিত কোন সমস্যা হলে ২/৩ ঘন্টা অপেক্ষা করতে হবে এবং এ সংক্রান্ত কোন নির্দেশনা থাকলে তা এখানে প্রকাশ করা হবে।
অনলাইনে ফরম পূরণের আগে নিচের নির্দেশনাগুলো ভাল করে পড়ে নিতে হবে।

Link : Online Admission Form (XI HSC 2023-2024) (Click)

জরুরী প্রয়োজনে : মোঃ রেজাউল করিম, অফিস সহকারী, ০১৭২৩-৫০৫ ৬১৬

২০২৩২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত তথ্য নির্দেশিকা।

০১। ভর্তি ফি প্রদানের পদ্ধতি:

১.১    ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে ডাচ বাংলা ব্যাংকের রকেট একাউন্টের মাধ্যমে আগামী ২৬-০৯-২০২৩ ইং তারিখ হতে ০২-১০-২০২৩ ইং তারিখের মধ্যে ৩২২৫ কোডে এসএসসি রোলের বিপরীতে ভর্তি ফির টাকা পেমেন্ট করতে হবে।

১.২        রকেটে টাকা জমাদানের পর প্রাপ্ত transaction id এর প্রিন্টকৃত স্লিপ সংরক্ষণ করতে হবে এবং কলেজের  Online Admission ফরম পূরণের সময় এটি সঠিকভাবে ইনপুট করতে হবে।

০২। ভর্তি ফি

বিজ্ঞান বিভাগ: ২,৪৩০/- (দুই হাজার চারশত ত্রিশ) টাকা

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ: ২,৩৩০/- (দুই হাজার তিনশত ত্রিশ) টাকা।

০৩। ভর্তির তারিখ: ২৬-০৯-২০২৩ হতে ০২-১০-২০২৩ তারিখ পর্যন্ত সকাল ০৯.০০ ঘটিকা হতে দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

কোটায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য কোটার স্বপক্ষে যাবতীয় প্রমাণপত্রের ০১ সেট ফটোকপিসহ মূলকপি ০৩-১০-২০২৩ তারিখে সঙ্গে আনতে হবে।

০৪। অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলী:

৪.১ উপরের দেওয়া লিংক এ ক্লিক করে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

৪.২ লিংক এ প্রবেশের পর User ID তে শিক্ষার্থীর এস.এস.সি (SSC) রোল-এর সাথে বোর্ড কোড (যেমন-164443RAJ) এবং  Password-এ এস.এস.সি (SSC) রোল (যেমন-164443) ব্যবহার করে লগইন করতে হবে।

০৫। অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য যে তথ্য প্রয়োজন:

৫.১ এস.এস.সি রোল এবং রকেটে পেমেন্টের ট্রানজেকশন আইডি।

৫.২ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর।

৫.৩ পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর।

৫.৪  অভিভাবকের মোবাইল নম্বর ( প্রয়োজনে যোগাযোগের জন্য)

৫.৫ শিক্ষার্থীর ৩০০ x ৩০০ পিক্সেল এর রঙ্গিন ছবি অনলাইনে আপলোড করতে হবে।

৫.৬ SSC এর তথ্যসমুহ ।

৫.৬ HSC এর বিষয়সমূহ।

বি.দ্র : অনলাইনে ফরম পূরণের আগে ফরমটি আগে হাতে লিখে নিলে সুবিধা হবে। ফরমটির ডাউনলোড লিংক দেওয়া হলো । Download Link

০৬। একাদশ শ্রেণির (২০২২২০২৩) ভর্তির সময় নিম্নোক্ত কাগজপত্র কলেজে জমা দিতে হবে:

৬.১। অনলাইনে পূরণকৃত ভর্তি ফরমের প্রিন্ট কপি।

৬.২। রকেটে পেমেন্টের (ট্রানজেকশনসহ) প্রমাণপত্র।

৬.৩। একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল কপি এবং ফটোকপি ০১কপি।

৬.৪। এস.এস.সি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ০১ কপি।

৬.৫। এস.এস.সি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি ০১ কপি।

৬.৬। বাবা ও মা এর ভোটার আইডি কার্ডের ফটোকপি (১০/১৭ ডিজিটের) ০১ কপি।

৬.৭। শিক্ষার্থীর জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি (১৭ ডিজিটের) ০১ কপি।

একাদশ শ্রেণির জন্য নির্বাচিত বিষয়গুচ্ছ  

বিভাগ আবশ্যিক বিষয় নৈর্বাচনিক বিষয় (০৩) টি চতুর্থ বিষয় (০১) টি
বিজ্ঞান 1. বাংলা2. ইংরেজি3. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 1. পদার্থ2. রসায়ন3. গণিত / জীববিজ্ঞান 1. গণিত / জীববিজ্ঞান
মানবিক 1. বাংলা2. ইংরেজি3. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 1. সমাজবিজ্ঞান2. পৌরনীতি ও সুশাসন3. অর্থনীতি4. যুক্তিবিদ্যা5. ইতিহাস / ইসলামের ইতিহাস 1. পৌরনীতি ও সুশাসন2. অর্থনীতি3. যুক্তিবিদ্যা4. ইতিহাস / ইসলামের ইতিহাস
ব্যবসায় শিক্ষা  1. বাংলা2. ইংরেজি3. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 1. হিসাববিজ্ঞান2. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা3. ফিন্যান্স ব্যাংকিং ও বীমা 1. অর্থনীতি
error: Content is protected !!