Message

প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, উপাধ্যক্ষ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া

 

উপাধ্যক্ষ মহোদয়ের বাণী

 

প্রায় ছয় দশক ধরে উত্তরবঙ্গের প্রান্তীয় নারী শিক্ষা বিস্তারে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া বিশেষ ভূমিকা রাখছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রারম্ভে এই কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক  ৭ মার্চের ডাকে সাড়া দিয়ে দেশ মাতৃকাকে স্বাধীন করার মানসে সেই সময় এই কলেজের অসুর বিনাশিনী ছাত্রীরা রাইফেল প্রশিক্ষণ নিয়ে পাক-বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে শরিক হয়েছিল।

বীরত্বীয় সেই ঐতিহ্যে দাঁড়িয়ে নিজ জীবন ও জগতের পাশাপাশি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিনির্মাণেও আমার মেয়েরা দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে এই প্রত্যাশা।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০৪১ এবং এসডিজি লক্ষ্যমাত্রা ২০৩০ পূরণকল্পে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশাবলীর পাশাপাশি বেশ কিছু উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ করেছে।

শিক্ষার্থীদের মাঝে জাতীয় চেতনা বিকাশের লক্ষ্যে প্রত্যহ (পাবলিক পরীক্ষা এবং সরকারি ছুটির দিন ব্যতীত)  সকাল ৯.০০ টায় মহান জাতীয় সংগীতের মাধ্যমে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করা হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপিত হয়েছে। এছাড়াও নানাবিধ কর্মকাণ্ড পরিচালনার জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মোতাবেক প্রায় অর্ধ শতাধিক কমিটি সক্রিয় রয়েছে। কলেজকে ইতোমধ্যে ‘গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস’ ঘোষণা করা হয়েছে।  একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীরা নানাবিধ সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছে।

২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এই কলেজ রাজশাহী শিক্ষাবোর্ডে নারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এছাড়াও ২০১৬ ও ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে রাজশাহী অঞ্চলে যথাক্রমে ৯ম ও ৭ম স্থান অর্জন করেছে। ২০২৩ সাল নাগাদ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যে এই কলেজের বর্তমান প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে কলেজের একটি ডাইনামিক ওয়েবসাইট নির্মিত হলো। আমার শিক্ষার্থী, সহকর্মী, কর্মচারী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। স্বপ্ন সম্ভবনায় এই কলেজ এগিয়ে যাক, এই প্রত্যাশা।

 

প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন (১৭৪৭৯)

উপাধ্যক্ষ

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া

error: Content is protected !!