২। রুটিনে উল্লেখিত সময়ের ৫মিনিট পূর্বে ফেসবুকের এই গ্রুপে পরীক্ষার লিংক দেয়া হবে।
৩। ২৫টি mcq প্রশ্নের জন্য ২৫ মিনিট এবং পরীক্ষার্থীদের প্রাথমিক তথ্য পুরুনের জন্য ৫ মিনিটসহ মোট ৩০ মিনিট সময় পাবে।
৪। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।
৫। পরীক্ষার জন্য প্রদত্ত লিংকে ক্লিক করে নিম্নোক্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পুরুন করতে হবে-
ক) কলেজ রোল ( ৬-সংখ্যার এবং ২০ দিয়ে শুরু)
খ) এস এস সি রোল
গ) নাম ( সঠিক এবং পূর্ণনাম লিখতে হবে)
ঘ)গ্রুপ নির্বাচন( অপশন থেকে সিলেক্ট করবে)
ঙ) বিষয়ের নাম ( অপশন থেকে সিলেক্ট করবে)
চ) অভিভাকের মোবাইল নম্বর
৬। প্রাথমিক তথ্য পুরুনের পর next বাটনে ক্লিক করলে প্রশ্ন পেয়ে যাবে এবং এভাবে next বাটনে ক্লিক করে পরবর্তী প্রশ্নের উত্তর দিবে এবং পরীক্ষা শেষ করে submit বাটনে চাপ দিলেই পরীক্ষা সম্পন্ন হবে।