Menu

অধ্যক্ষ মহোদয়ের বাণী

 

করতোয়া বিধৌত পুন্ড্রের ঐতিহ্যবাহী বগুড়ায় অবস্থিত সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ নারী শিক্ষা বিস্তারে সমগ্র উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ। বর্তমানে এই প্রতিষ্ঠানটি জ্ঞান পিপাসু ছাত্রীদের জন্য একাদশ শ্রেণী থেকে মাস্টাস পর্যায়ে উচ্চ শিক্ষার দ্বার উন্মুক্ত করেছে। সাম্প্রদায়িকতা, ধর্মন্ধতা ও কপূমন্ডকতার উর্ধে কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মননকে বিকশিত করে একটি সংস্কৃতিবান, সুরুচি সম্পন্ন, ঐতিহ্য সচেত ও সুশৃঙ্খল জাতি সৃষ্টির জন্য কলেজে চর্চা হয় নানা কো-কারিকুলার কর্মকান্ড। এছাড়া তথ্য-প্রযুক্তি নির্ভর বিশ্বায়নে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার লক্ষ্যে আমাদের রযেছে সর্বাত্মক প্রয়াস। কলেজে রযেছে ওয়াই ফাই সমৃদ্ধ ওয়েববেজড শিক্ষা কার্যক্রম, আধনিক কম্পিউটার ল্যাব লাইব্রেরি যা শিক্ষার্থীদের জীবনমুখী করে তুলতে সহায়ক।

ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠে তরুন শিক্ষার্থীদের পদচারণা অনির্বাণ শিখা হয়ে আগামী প্রজন্মকে আলোকিত করবে এ আমাদের দৃঢ় বিশ্বাস। সত্য, সুন্দর ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি উদার ও অসাম্প্রদায়িক জাতি গঠনে আমরা বদ্ধপরিকর। লেখাপড়ার পাশাপাশি নিয়ম –শৃঙ্খলা ও সৃজনশীলতা মেধা বিকাশে আমরা অত্যন্ত তৎপর। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ছাত্রীদের রয়েছে নিরাপদ আবাসিক সুবিধা।

সর্বোপুরি, একবিংশ শতকের অঙ্গিকার ও প্রত্যয়কে সামনে রেখে একটি আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে সকলের সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ জীবন আমাদের প্রত্যাশা। সার্বিক সাফল্যকে সামনে রেখে তৈরি হলো কলেজের ওয়েবসাইট। এতে সার্বিক সহোযোগিতার জন্য কলেজের শিক্ষক, কর্মচারী ,অভিবাবক এবং সেই সাথে সম্মানিত দাতা বিদ্যোৎসাহী এবং প্রতক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলকে জানাই আন্তরিক অভিবাদন ও ধন্যাবাদ।

 

প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান (৫৬২৩)

অধ্যক্ষ

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া

 

 

শিক্ষা নিয়ে গড়বো দেশ
শেখ হাসিনার বাংলাদেশ

 

Principal Message

Vice Principal Message

Recent Post

জরুরী হটলাইন