সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়ায় ঐতিহাসিক ৭মার্চ দিবস উদযাপন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলা বিভাগের সহযোগিতায় আয়োজিত সেমিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখক-সত্তা বিষয়ে বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তফা আহাদ তালুকদার ‘আমার দেখা নয়াচীন: একটি অমিয় ভ্রমণ কাহিনি’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন।
বঙ্গবন্ধু রচিত ‘আমার দেখা নয়াচীন’ ভ্রমণ কাহিনিটির বিষয় বৈচিত্র্য, ভাষা, রচনাশৈলী ইত্যাদি সামগ্রিক বিষয়ে মূল্যায়ন ও পর্যালোচনার পরে প্রাবন্ধিক গ্রন্থটিকে বাংলা সাহিত্যের অন্যতম অমিয় ভ্রমণ কাহিনি হিসেবে চিহ্নিত করেন এবং একে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ইউরোপ প্রবাসীর যাত্রী’ ও সৈয়দ মুজতবা আলীর ‘দেশে-বিদেশে’ ভ্রমণ কাহিনিসমূহের পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়সমূহে অনার্স/ মাস্টার্স শ্রেণিতে পাঠ্য ভ্রমণ-সাহিত্য সিলেবাসভুক্ত করার প্রস্তাব দেন।
সেমিনারের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান এ প্রস্তাবকে সমর্থন করে সরকারের শিক্ষা মন্ত্রণালয়সহ বিশ্ববিদ্যালয়সমূহের যথাযথ কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আশু ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন যাতে করে দ্রুততম সময়ে ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটি বিশ্ববিদ্যালয়সমূহের বাংলা বিষয়ের পাঠসূচির অন্তর্ভুক্ত হয়।
সেমিনারে উপস্থাপিত প্রবন্ধের আলোচক ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোছা: লতা পারভীন ও সহযোগী অধ্যাপক জনাব মো: আমিরুল ইসলাম। ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. সাহিদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো: কামরুল হাসান, শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক জনাব মো: গোলজার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন এবং সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব দেবদুলাল দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আই.আর.এম. সাজ্জাদ হোসেন ও বাংলা বিভাগের প্রভাষক জনাব মো: শাফিউল আলম।
৭ মার্চ ২০২১ উদ্ যাপনের স্থিরচিত্র