নবনির্মিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের শুভ উদ্বোধন

আজ ২০অগ্রহায়ণ ১৪২৬, ০৫ ডিসেম্বর ২০১৯ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের গ্রন্থাগার ভবনে স্থাপিত নবনির্মিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শান্তির প্রতীক পায়রা ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে এপিটাক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান, সভাপতি, বাংলাদেশ জাতীয় জাদুঘর। এ সময়ে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জনাব হেলেন জামান, কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদকসহ বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় প্রদান, সম্মাননা স্মারক ও প্রীতি উপহার প্রদান করেন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়। স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোছা: হাসিনা আখতার। শিক্ষক পরিষদ সম্পাদক জনাব দেবদুলাল দাস কলেজের সকল শিক্ষককে সার্বিক দায়িত্ব পালন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন প্রধান অতিথিকে পেয়ে সবিশেষ কৃতজ্ঞতা জানান। সম্মানিত অতিথি জনাব হেলেন জামান বলেন, আপনাদের অত্যন্ত সুন্দর আয়োজনে আমি মুগ্ধ।

প্রধান অতিথিও এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজ অত্যন্ত পবিত্র কাজ করতে এসেছি এ কলেজে। যে অসাধরণ সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু আমাদের জাতীয় স্বাধীনতার  অমর নায়কে পরিণত হয়েছেন, তাঁর নামে একটি সমৃদ্ধ কর্নার উদ্বোধন করলাম, যা বাংলাদেশে আমার জানামতে দ্বিতীয় অবস্থানে থাকবে বঙ্গবন্ধু সংগ্রহশালা হিসেবে।

এ বছর থেকে প্রবর্তিত কলেজ অ্যাওয়ার্ড সম্মাননা স্মারক ও সনদ লাভ করেন কলেজের প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও শিক্ষা ক্যাডারের সফল কর্মকর্তা কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান। তিনি প্রধান অতিথিকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং কলেজে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার জন্য যা যা করণীয় সব করবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আই, আর, এম, সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানের সকল ছবি দেখতে এখানে ক্লিক করুন-

Mojibor Rahman Vandary

vice-principal

map

College Map

Govt. Mujibur Rahman Women’s College, Fulbari, Bogura Sadar, Bogura
College Code-NU : 2705, Board : 4450
EIN : 119250
Tell : 051-65375
E-mail : bogramrcollege @yahoo.com

Youtube Link

Facebook Link

HSC-SCIENCE, Facebook, Group

error: Content is protected !!