একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এবারের আয়োজন শুদ্ধিকরণ, জনাব মোঃ শাফিউল আলম, প্রভাষক বাংলা বিভাগ

 

 

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এবারের আয়োজন শুদ্ধিকরণঃ ( ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ)

অশুদ্ধরূপ শুদ্ধরূপ অশুদ্ধরূপ শুদ্ধরূপ

শ্রদ্ধাঞ্জলী শ্রদ্ধাঞ্জলি ঐক্যতান ঐকতান
ঐক্যমত ঐকমত্য বহিস্কার বহিষ্কার
শান্তনা সান্ত্বনা উজ্জল্য ঔজ্জ্বল্য

পোষ্টমাষ্টার পোস্টমাস্টার নুন্যতম ন্যূনতম
শিরোচ্ছেদ শিরশ্ছেদ বিভিষিকা বিভীষিকা
ইতিপূর্বে ইতঃপূর্বে ভোগলিক ভৌগোলিক
কৃতীত্ত কৃতিত্ব মরিচিকা মরীচিকা
মনোকষ্ট মনঃকষ্ট কথোপোকথন কথোপকথন
মুর্চ্ছনা মূর্ছনা শ্বাশত শাশ্বত
স্বরসতী সরস্বতী সম্বর্ধনা সংবর্ধনা
প্রৈত্রিক পৈতৃক বুৎপত্তি ব্যুৎপত্তি
বনষ্পতি বনস্পতি শুশ্রুষা শুশ্রূষা
আকাংখা আকাঙ্ক্ষা দৈনতা দৈন্য
প্রানীবিদ্যা প্রাণিবিদ্যা জ্যেষ্ঠ্য জ্যেষ্ঠ
উচ্ছাস উচ্ছ্বাস প্রতিযোগীতা প্রতিযোগিতা
পিপিলীকা পিপীলিকা সন্নাসী সন্ন্যাসী
অপরাহ্ন অপরাহ্ণ তোরন তোরণ
প্রোজ্জলন প্রজ্বলন সমিরন সমীরণ
প্রতিদন্দি প্রতিদ্বন্দ্বী মনোপুত মনঃপূত
শমিচীন সমীচীন প্রনয়ন প্রণয়ন
কৃতিবাস কৃত্তিবাস দারিদ্রতা দারিদ্র্য
উদীচি উদীচী উপরোক্ত উপরিউক্ত
কুপমন্ডুক কূপমণ্ডূক ষ্টেশন স্টেশন
পানিনি পাণিনি সর্বশান্ত সর্বস্বান্ত
মুহমূর্হ মুহুর্মুহু ভূবণ ভুবন
সখ্যতা সখ্য পুরান পুরাণ
ইতিমধ্যে ইতোমধ্যে অন্তর্ভূক্ত অন্তর্ভুক্ত
মমুর্ষ মুমূর্ষু দূরন্ত দুরন্ত
চতুস্কোন চতুষ্কোণ মনোপুত মনঃপূত
লজ্জাস্কর লজ্জাকর নুপুর নূপুর
আবিস্কার আবিষ্কার কল্যান কল্যাণ
বয়োঃজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ জীবীকা জীবিকা
স্বার্থকতা সার্থকতা বিদুষি বিদূষী
সুষ্ট সুষ্ঠু সংস্কৃতিক সাংস্কৃতিক
সহকারি সহকারী কৃতি কৃতী
সরকারী সরকারি অহোরাত্রি অহোরাত্র
শ্বাশুড়ি শাশুড়ি আদ্যান্ত আদ্যন্ত
মুখস্ত মুখস্থ অধীনস্থ অধীন
প্রাণীজগৎ প্রাণিজগৎ উত্তরায়ন উত্তরায়ণ
ঘুরাঘুরি ঘোরাঘুরি মন্ত্রীত্ব মন্ত্রিত্ব
শারিরীক শারীরিক কুজ্জটিকা কুজ্ঝটিকা
মনিষী মনীষী ব্যাতিত ব্যতীত
উজ্জল উজ্জ্বল মরিচিকা মরীচিকা
বাল্মিকি বাল্মীকি স্বামীগৃহ স্বামিগৃহ
সাতন্ত্র স্বাতন্ত্র সম্বলিত সংবলিত
ফটোষ্টেট ফটোস্ট্যাট অধ্যাবসায় অধ্যবসায়
প্রনয়িনী প্রণয়িনী সূচীপত্র সূচিপত্র
ঝরণা ঝরনা মনমোহন মনোমোহন
মুহুর্ত মুহূর্ত বৈয়াকরণিক বৈয়াকরণ
মনিজাল মণিজাল মন্ত্রীসভা মন্ত্রিসভা
দুরাবস্থা দুরবস্থা কৌতুহল কৌতূহল
স্নেহাশীষ স্নেহাশিস শীকার শিকার
অতিথী অতিথি কার্য্যালয় কার্যালয়
স্বস্ত্রীক সস্ত্রিক কলংকিত কঙ্ককিত
দ্বন্দ দ্বন্দ্ব দুষিত দূষিত
ডাষ্টবিন ডাস্টবিন তোরন তোরণ
ভ্রাতাগণ ভ্রাতৃবৃন্দ ষ্টেডিয়াম স্টেডিয়াম
ভাতুষ্পুত্র ভ্রাতুষ্পুত্র নিরব নীরব
রামায়ন রামায়ণ পরজীবি পরজীবী গিতাঞ্জলী গীতাঞ্জলি
ক্ষতিগ্রস্থ ক্ষতিগ্রস্ত
দুষনীয় দূষণীয় শিরোচ্ছেদ শিরশ্ছেদ
স্বাক্ষরতা সাক্ষরতা
ইদৃশ ঈদৃশ

প্রিয় শিক্ষার্থী , নিয়মিত পড়াশুনা করে যথাযথ জ্ঞান অর্জন করো।
তোমাদের যে কোনো সমস্যায় আমাকে ম্যাসেজ করতে পারো।

মোঃ শাফিউল আলম
৩৩ তম বিসিএস ( সাধারণ শিক্ষা )
প্রভাষক বাংলা বিভাগ,
সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ,বগুড়া।
ই-মেইল- shafiulalam2009@gmail.com

shak mujibur rahman

...

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের কেন্দ্রীয় লাইব্রেরির পাঠকক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর একটি প্রতিকৃতি ৬’-৪’ মাপের (তৈলচিত্র) স্থাপন করা হয় । ছবিটির ব্যাকগ্রাউন্ড -নীল আকাশ ও সাদা মেঘের কম্বিনেশন । বাংলাদেশের হাজার বছরের রাজনৈতিক ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান আকাশসম ! আবার তিনি আকাশ থেকেই পর্যবেক্ষণ করছেন যতদিন এই ধরায় তাঁর প্রিয় বাংলাদেশ থাকবে ! । শিল্পী বগুড়া জেলা স্কুলের আর্টের শিক্ষক জনাব হাফিজুর রহমান ।

vice-principal

...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরম্যান্স র‌্যাংকিং-২০১৬ রাজশাহী বিভাগে বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ৭ম স্থান অর্জন করায় মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি এবং শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সিনিয়র সচিব জনাব মো.সোহরাব হোসাইন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.হারুন-অর-রশিদ – এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: বেল্লাল হোসেন।

map

College Map

Govt. Mujibur Rahman Women’s College, Fulbari, Bogura Sadar, Bogura
College Code-NU : 2705, Board : 4450
EIN : 119250
Tell : 051-65375
E-mail : bogramrcollege @yahoo.com

Youtube Link

Facebook Link

HSC-SCIENCE, Facebook, Group

error: Content is protected !!