” Regional Dissemination Workshop on National Strategic Plan For Higher Education Colleges In Bangladesh : 2023 – 2031″ শীর্ষক ওয়ার্কশপ
কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট ( সিইডিপি) এর আওতায় ” Regional Dissemination Workshop on National Strategic Plan For Higher Education Colleges In Bangladesh : 2023 – 2031″ শীর্ষক ওয়ার্কশপ সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়ায় ৪ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়। (আয়োজক সিইডিপি)
রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচিত ৩৬ টি কলেজের অধ্যক্ষগণ অংশগ্রহণ করেন। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত সচিব জনাব মোঃ বেলায়েত হোসেন তালুকদার।নিলুফা ইয়াসমিন, এডিসি শিক্ষা জেলা প্রশাসন ও অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান।
সভাপতিত্ব করেন সিইডিপি এর প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ খালেদ রহীম। রিসোর্স পারশন ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বেল্লাল হোসেন।